নোয়াখালী জেলার প্রানকেন্দ্র মাইজদী বাজারে ৩.৮৬৫ একর জমির উপর মনোরম পরিবেশে মাইজদী টেকনিক্যাল ঙ্কুল ও কলেজ ১৯৬৯ খ্রিঃ ভোকেশনাল ট্রেনিং ইনিস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠালগ্নে দুটি ট্রেডে (অটোমোবাইল ও মেশিনিষ্ট) ৪০ জন ছাত্রছাত্রীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই বৎসর মেয়াদি ট্রেড সার্টিফিকেট প্রদান করা হত। ২০০৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটি টেকনিক্যাল ঙ্কুল ও কলেজে এ রুপান্তরিত হলে এর পরিধি বিস্তৃত হয়। বর্তমানে ৪টি ট্রেডে (অটোমোবাইল, বিল্ডিং মেইন্টেন্যন্স, ইলেকট্রিক্যাল ও মেশিনিষ্ট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাধারণ শিক্ষার ন্যায় এস এস সি (ভোকেশনাল) ও এইচ এস সি (ভোকেশনাল) সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতি বৎসর এস এস সি (ভোকেশনাল) কোর্সে নবম শ্রেণিতে প্রখম শিফটে প্রতি ট্রেডে ৩৬ জন করে মোট ১৪৪ জন এবং দ্বিতীয় শিফটে প্রতি ট্রেডে ৩৬ জন করে মোট ১৪৪ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। অনুরুপ ভাবে প্রতি বৎসর এইচ এস সি (ভোকেশনাল) কোর্সে প্রতি ট্রেডে ৩৬ জন করে মোট ১৪৪ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়।বর্তমানে প্রতিষ্ঠানে প্রতি বৎসর মোট ৮৬৪ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করে।
প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১, ০২:১৫ পিএম |